|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সোনাগাজীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০১৯
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : দৈনিক বাংলার অধিকার ।
সোনাগাজীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মধ্যদিয়ে শ্রদ্ধা জানায় আওমীলীগ ও সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে মিলিত হয়।
দুপুরে উপজেলা আওমীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মফিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি,পৌর কাউন্সিলর শেখ আব্দুল হালিম মামুন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আফসার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক মীর এমরান, সোনাগাজী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি নেয়ামত উল্যাহ, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াজী সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন উপজেলা আওমীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মফিজুল হক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.