|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৩০ বোতল ফেন্সিডিল সহ রেজাউল হক (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
মাদক ব্যবসায়ী রেজাউল হক উপজেলার গোপালপুর গ্রামের মৃত্যু- আব্দুস সামাদের পুত্র বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, উপজেলার কোচিন্দা ইদগাহ মাঠ এলাকা থেকে শনিবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজে এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রেজাউল হক কে আটক করা হয়।
রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে পরের দিন রবিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.