|| ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি
নাটোরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরে বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে পালিত হয়। রবিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) শরীফুন্নেসা সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.