|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁয় আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নওগাঁয় ছিল বর্ণাঢ্য আয়োজন।
সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। সকাল ১০ টা থেকে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।
এছাড়া জেলা আওয়ামী লীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে শহরের সরিষা হাটীর মোড়ে নিজস্ব দলীয় কার্যালয়ের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.