|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
আজ রবিবার (২৩ জুন) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সারা দেশের ন্যায় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈকিত দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী জাকজমকপুর্নভাবে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামবাংলার ঐতিহ্য লাঠি খেলা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চত্বর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ সহ দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু এর সভাপতিত্বে উপজেলা চত্বরে আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।
এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জেলা পরিষদের সদস্য এ্যাডঃ
শাহেনশাহ সিদ্দিকী (মিন্টু), উপজেলা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, জিবিজি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, জামুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, আওয়ালীগ নেতা মোতালিব হোসেন, আনেহলা ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান আজাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে দলের প্রবীন ১৯ জন নেতাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.