|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত ১ আহত ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: দৈনিক বাংলার অধিকার:-
টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে ছাড়াতে গিয়ে আরেক শ্রমিক আহত হয়। আজ ২৩ জুন রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নুরুল ইসলাম (৪০) উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচিনা গ্রামের জবেদ আলীর ছেলে। আহত জোয়াদ আলীকে (৪৫) টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী এলাকায় পুকুরে মাটির কাজ করছিল নুরুল ইসলামসহ কয়েকজন। এ সময় সেচপাম্পের ঝুঁকিপূর্ন ফাঁটা তাড়ে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নুরুল ইসলাম মারা যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে জোয়াদ নামের আরেকজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিহাতীর উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.