|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
চাঁদপুরের হাজীগঞ্জে ধেররা নামক স্হানে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০১৯
সিদ্দিকুর রহমান নয়ন: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক স্থানে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ফায়ার সার্ভিস সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা ওসমান গণি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোন পরিবহনের খোঁজ মিলেনি। রাস্তার পাশে পড়ে থাকা যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
তবে স্থানীয়রা বলছেন, চাঁদপুরগামী বালুবাহী ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক জাফর আহম্মেদ বলেন, যুবককের পরিচয় পাওয়া যায় নাই। কেউ বলছে সে মানুসিক রোগী। বয়স আনুমানিক ৩০। রক্তাক্ত শরীর । মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.