|| ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসুচীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০১৯
সোহেল চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সকালে নওগাঁয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসুচীর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
এসময় মন্ত্রী বলেন- দেশে শিশু ও মাতৃমৃত্যু হার কমাতে, গ্রামাঞ্চলের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো সচল রাখার জোড় পদক্ষেপ নিয়েছে সরকার। একইসাথে কেন্দ্রগুলোতে চিকিৎসক নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সকলকে এক সাথে কাজ করতে হবে।
কোন শিশু যাতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পরে সেযন্য সচেষ্ট থাকার আহ্বান জানান মন্ত্রী।
এসময় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.