|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কয়রার আমাদী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রা,বি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০১৯
স্বপন কুমার রায় / নিশিত রঞ্জন মিস্ত্রী
খুলনা জেলার কয়রা-উপজেলাধীন আমাদী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়-২০১৯ চুড়ান্ত পর্য্যায়ের ফুটবল খেলা অনুষ্টিত হয়েছে।আজ সকাল ৯ ঘটিকায় খান সাহেব কোমরউদ্দিন মডেল কলেজের মাঠে,টুর্নামেন্ট সভাপতি চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃআমির আলী গাইনের সভাপতিত্বে ও উদ্বোধনে খেলাটি শুরু হয়।বিশেষ অতিথির আসন অলংকৃত করেন খান সাহেব কোমরউদ্দিন মডেল কলেজের অধক্ষ্য ডঃচয়ন কুমার,অন্যতম বিশেষ অতিথি ছিলেন এম আবু খালেদ-সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও আমাদী ক্লাস্টার,বিশ্বজিৎ সিনহা-প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সহ ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকবৃন্দ।
চুড়ান্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় বালক পর্য্যায়ে আমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম উত্তর খেপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে আমাদী ২-০ গোলে খেপনাকে পরাজিত করে।
টুর্নামেন্টে ২য় বালিকা পর্য্যায়ে পাটনীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ভান্ডারপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্টিত হয়েছে,এতে পাটনীখালী ২-১ গোলে ভান্ডারপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.