|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০১৯
মোঃ মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ডে শনিবার মোট ৫১ হাজার ৪শ ৩জন শিশুকে এ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হয়েছে। তন্মেধ্যে ১২টি ইউনিয়নে ২শ ৮৯টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশু ৫হাজার ৮শ ৭০জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ৪৫ হাজার ৫শ ৩৩ জনকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার সকাল ৮টায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: মো: সালাউদ্দিন মাহমুদ প্রধান অতিথি হিসেবে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসনিক কর্মকর্তা মো: হুমায়ন কবির,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,সিনিয়র নার্স আয়েশা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া : কচুয়ায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন দায়িত্বরত সিনিয়র নার্স আয়েশা আক্তারসহ অন্যান্যরা ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.