|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে লাঠিয়াল বাহিনী কর্তৃক জোর পূর্বক আম পাড়ার অভিযোগে সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার ওমরপুর মৌজার (ফুরকুটিডাঙ্গা) গ্রামের কমরেড মঙ্গল কিস্কুর পৈত্রিক সম্পতির তিন ক্ষতিয়ানে ৬ একর ১৯ শতক, ৭৩ শতক, ১ একর ২১ শতক জমিতে লাগানো আম বাগানের গাছ থেকে লাঠিয়াল বাহিনী দ্বারা সাড়ে তিন ঘন্টায় ৬ লক্ষ টাকার আম্রপলী আম মশিউর রহমানের নের্তৃত্বে জোর পূর্বক পাড়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্থ্য আম চাষী মঙ্গল কিস্কু।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ্য আম চাষী মঙ্গল কিস্কু লিখিত অভিযোগ করেন।
গত ১৯ জুন বেলা ১১ টায় একই গ্রামের মৃত: গুপিন কিস্কুর পুত্র মশিউর রহমানের নের্তৃত্বে প্রায় ২ শতাধীক পুরুষ ও মহিলা লাঠিয়াল বাহিনী নিয়ে আমার পৈত্রিক সম্পত্তিতে লাগানো আম বাগানে অনাধিকার প্রবেশ করে আম ভাঙ্গতে শুরু করে।
আমি বাধা দিতে গেলে হাসুয়া, বলরাম, লাঠি দেখিয়ে বলে তুমি চলে যাও নয়লে তোমাকে কচু কাটা করিতে বাধ্য হব।
পরে আমি সাপাহার থানার অফিসার ইনচার্জ কে ফোন করলে তিনি আমাকে বলেন যে, আপনি জমির কাগজপত্র নিয়ে থানায় এসে অভিযোগ দেন।
তাৎক্ষনিক আমি থানায় এসে অভিযোগ দিলে অফিসার ইনচার্জ সাহেব থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক কে ঘটনাস্থলে পাঠান।
উপ-পরিদর্শক (এসআই) ফারুক ঘটনাস্থলে গিয়ে মশিউর রহমান কে আম ভাঙ্গতে বাধা দিলে তাহারা আম ভাঙ্গা বন্ধ করেন এবং মশিউর রহমানের নের্তত্বে তারা চলে যায়।
মশিউর রহমানের লাঠিয়াল বাহিনী বেলা ১১ টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত আমার বাগানে জোরপূর্বক আম পেড়ে নিয়ে যায়।
তারা আনুমানিক ৩০০ মনের উর্ধ্বে আম্রপলী আম পেড়ে নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ্য হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ্য আমচাষী মঙ্গল কিস্কু প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ক্ষতিপূরন সহ মশিউর রহমানের শাস্তির দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, সুখির তির্কি, আনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন প্রমুখ।
আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ড জানান, ২২ জুন শনিবার এ ঘটনার প্রতিবাদে সাপাহার জিরোপয়েন্টে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.