|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
~তোমার চিঠি পড়বো বলে~ ______________পাপিয়া আক্তার- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০১৯
------------তোমার চিঠি পড়বো বলে
তন্ময় শরতের সাদা মেঘে লুকোচুরি খেলায়
মন রাঙিয়ে ভোরের প্রথম আলোয় শত শত
ঝরে পড়া শিউলির শুভ্রতা কুড়িয়ে মালা
গেঁথে খোঁপায় রাঙাই।
--------------চেয়ে থাকি দুচোখ মেলে, অস্হির
দুচোখ হরিণী মুখ শুধু তোমার পানে টানে,
চঞ্চল নাক স্হির অধর কাঁপা ওষ্ঠ সেই দূর
শহরে চেয়ে থাকে তৃষিত চাকতের মতো
স্বপ্নীল ভোরে।
--------------ভোরের শিশিরের বিন্দু হতে
নিয়েছি সংকলিত শোভা,ফুলের কাছ থেকে
সুগন্ধি, কোকিলের কাছ থেকে নিয়েছি সুমধুর
কন্ঠ।শ্রাবনে ভিজেছি,রৌদ্রে পুড়েছি,বসন্তে
নিয়েছি আবিরে,তারপর কষ্টগুলো ভাসিয়ে
দিয়েছি জলে।অঘ্রানের কুয়াশায় কু - আশা
গুলো রোদ্দুর ছেড়ে মিশিয়ে দিয়েছি ঘাসে।
---------------সব প্রতীক্ষার কেন্দ্রবিন্দু হয়ে
জানালার ওপারে দূর আকাশে কেবল তোমার
প্রতিবিম্বে পথ চেয়ে কতো ক্ষন গিয়েছে আমার
অবলীলায় কতো বিনিদ্র রজনী কাটিয়ে ভোর
দেখেছি ইচ্ছায়।
---------------নিজেকে খুঁটিয়ে দেখেছি অকারনে
হেসে উঠে, দুহাতে কাঁচের চুড়ি বাজিয়ে কিনি-
কিনি অধরের আশ্বিনে দিয়েছি অকাল বৈশাখী
ধুলো উড়ো মাঠ,ভাবনার শরীর বিছিয়ে।
----------------হৃদয়ের ফুল দানিতে সাজিয়ে
রেখেছি চাঁদ,বারান্দার গ্রিলে চুল খুলে দাঁড়িয়ে
কবিতার মতো উপভোগ করেছি নীলাকাশ।
আপন করেছি লতা হেমন্তের সুর।
-----------------নির্বাক নিরালায় সদা বাঁজিয়েছি
বেদনার সুর নয়নাভিরাম স্নিগ্ধ তরলের বেশে।
ঘাঁসফুলের মতো লাল সাদা রুপে রূপবতী -
রোদের ঝিলিমিলিতে স্বাগত জানিয়ে বিদায়
বেলা,কখনো বা অধীর ধৈর্যের পরীক্ষাগারে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.