|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কয়রার মহেশ্বরী পুর ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রা,বি ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্টিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০১৯
স্বপন কুমার রায়/নিশিত রঞ্জন মিস্ত্রী:-
খুলনার কয়রা-উপজেলার মহেশ্বরী পুর ইউনিয়নে ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট-২০১৯ অনুষ্টিত হয়েছে।
২০ জুন বৃহস্পতিবার বিকাল ৪ টায় বালক এবং বালিকা পর্য্যায়ের এ টুর্নামেন্ট দু'টি পর্ব্বে শেষ হয়।সর্ব্বশেষ চুড়ান্ত পর্য্যায়ে বালক দলে বাবুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ভাগবাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলায় ১-০ গোলে বাবুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বালিকা পর্য্যায়ে গিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তেতুলতলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগিতায় গিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে।
এ দু'টি চুড়ান্ত পর্য্যায়ের গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্ধবোধন বিজয়ী দলকে পুরস্কার বিতরন করেন খুলনা জেলা যুবলীগের আইন বিষয়কসম্পাদক,কয়রা-উপজেলা ভাইচ-চেয়ারম্যান এ্যাডঃকমলেশ চন্দ্র সানা,বিশেষ অতিথি ছিলেন কয়রার এ,ইউ,ই,ও ইসলামুল হক মিঠু। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক নিশিত রঞ্জন মিস্ত্রী,যুগ্ম-সাধারন সম্পাদক কয়রা-উপজেলা আওয়ামীলীগ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিশ্বাস সুভাষ চন্দ্র,মোঃআব্দুস ছালাম,শহিদুল ইসলাম,শ্যামল কান্তি মন্ডল,বিজয় কুমার বিশ্বাষ,বিশ্বাষ সুমল চন্দ্র,পরিতোষ কুমার সরদার,স্বপন কুমার সরকার,বিদ্যু প্রকাশ মন্ডল,মোঃআব্দুস সোবহান,স্বপন কুমার রায়,সহকারী সিনিয়র শিক্ষক অদুদ হোসেন প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.