|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
নওগাঁর আত্রাইয়ে কীটনাষক পানে কিশোরীর আত্মহত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে দশম শ্রেণীর ছাত্রী মাফিয়া সুলতানা বর্ষা (১৫) নামের এক কিশোরী ঘাসমারা কীটনাষক পানে আত্মহত্যা করেছে।
নিহত মাফিয়া সুলতানা বর্ষা উপজেলার ভোঁপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মাফিয়া সুলতানা বর্ষা বুধবার বিকেলে পরিবারের সবার অজান্তে কীটনাশক পান করে।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষপানে আত্মহত্যার কথা শুনেছি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যকোন বিষয় আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.