|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের মধুপুরে জনতার হাতে ৪ ডাকাত আটক পুলিশে সোপর্দ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০১৯
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের মধুপুরে ডাকাতি করে ফেরার পথে হাতে নাতে ধরা পরেছে মধুপুরে'র ৪ ডাকাত। অাজ ২০ জুন বৃহস্পতিবার রাত অানুমানিক ২.৩০ ঘটিকার সময় মধুপুর ময়মনসিংহ মহাসড়কে বনের রাস্তার রসুলপুর এলাকায় ৪ তরুন ডাকাত দল একটি প্রাইভেটকার যোগে ময়মনসিংহগামী একটি ট্রাকের গতিরোধ রোধ করে দেশীয় অস্রের ভয় দেখিয়ে ড্রাইভার এবং হেলপারকে মারপিট করে তাদের নিকট থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়। পরে ট্রাকের ড্রাইভার ও হেলপার নিকটেই রসুলপুর পেট্রোল পাম্পে গিয়ে ঘটনাবলী লোকজনকে জানায়। এবং মোবাইল ফোনে গাড়ীর মালিককে জানাতে থাকে। এদিকে ডাকাতদল কিছুদূর গিয়ে ডাকাতদের ব্যাবহারিত প্রাইভেটকারটি মধুপুরের দিকে ফেরত অাসার পথে তেল তুলতে ঐ পাম্পেই প্রবেশ করে। এ সময় তাদের (ডাকাতদের) কবলে পরা দন্ডায়মান ট্রাকের লোকজন ডাকাতদের চিনতে পেরে পাম্পের লোকজনকে সংগে নিয়ে দাওয়া করে। জনতার দাওয়া খেয়ে ডাকাতরা প্রাইভেট কারটি ফেলে পালানোর চেষ্টা করলে জনতার হাতে ডাকাতদল ধরা পরে। তাদেরকে প্রথমে মুক্তাগাছা পরে মধুপুর থানায় সোপর্দ করা হয়। তাদের নিকট হতে ডাকাতি করা টাকা উদ্ধার হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দিয়ে ডাকাতদেরকে টাঙ্গাইল অাদালতে প্রেরন করা হয়েছে। অাদালতে তাদের জন্য রিমান্ডের অাবেদন করা হবে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসঅাই জোবায়দুল জানান। ধৃত ডাকাতরা হলো রুবেল (২১), পিতা রইচ উদ্দিন তালুকদার, গ্রাম ভবানটেকী, জাহিদ হাসান (২১) পিতা অাবুল হাসান , গ্রাম কাইতকাই, মুজ্জাফর অালী (৪০), পিতা -অাছর অালী, গ্রাম -মালাউড়ী, হায়দার অালী, পিতা ইমান অালী, গ্রাম -মালাউড়ী। গ্রেফতারকৃত ডাকাতদল টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাসিন্দা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.