|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বড়াইগ্রামে ছাত্রলীগ নেতা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগ নেতা সোহেল রানা হত্যাকন্ডের আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্রলীগ। বুধবার সকালে উপজেলার বনপাড়া পৌরগেটের সামনে ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে, এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, বনপাড়া মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-হেলাল কাফি, মৃত সোহেল রানার পরিবারের সদস্যসহ এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ।
উল্লেখ্য, নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা গ্রামে গত ২ জুন ঈদগাহ মাঠ সাজানোর টাকা তোলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এলাকার কয়েকজন যুবক হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগ নেতা সোহেল রানাকে হত্যা করে। নিহত সোহেল ঐ গ্রামের খালিল প্রামানিকের ছেলে। এ ঘটনায় নিহত সোহেলের পিতা খলিল প্রামানিক বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করে। কিন্তু মামলার ১৭ দিন পেরিয়ে গেলেও আসামীদের কেউ আটক হয়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.