|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
নাটোরে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
সকাল ৯টায় নাটোরের মাদ্রাসা মোড় কদমতলা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে থেকে ঘুরে কানাইখালিস্থ শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি উক্ত শোভাযাত্রায় অংশ নেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, ডিডিএলজি গোলাম রাব্বি, অধ্যাপক সুবীধ কুমার মৈত্র(অলক), প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ মুহম্মদ নাসিহ্, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠোনের সংগঠক ও কর্মীবৃন্দ, শিশু বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.