|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিকে কাদলা ইউনিয়ন ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০১৯
মোঃ মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
কচুয়ায় উপজেলা ৮নং কাদলা ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বহু প্রতিক্ষার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ স্বাক্ষরিত এক পত্রে ৪টি ইউনিটের কমিটির অনুমোদন প্রদান করে। কমিটি অনুমোদন হওয়ার পর নব নির্বাচিত কমিটির নেতাকর্মীদের মাঝে আনন্দের উৎসব আমেজ বিরাজ করছে। সোমবার বিকালে ৮নং কাদলা ইউনিয়ন ছাত্রলীগের নয়া কমিটির পক্ষ হতে সভাপতি ইঞ্জিঃ জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ আলামিন হোসেন সহ নেতাকর্মীরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় নবাগত কমিটির সদস্যরা জানান, কচুয়ার উন্নয়নের রূপকার ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি পছন্দ অনুযায়ী কাদলা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তার কৃতজ্ঞা এই ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ সবসময় পাশে থাকবে।
এছাড়া এসময় বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.