|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥
উন্নত রাষ্ট্র ও জাতি গঠনের বিষয়ে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রচার কার্যক্রমের আওতায় সরকারের ভিশন ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আরটিএম কো-অর্ডিনেটর ড. মহিত,মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীন সহ আরো অনেকে। এসময় মহিলা সমাবেশে তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.