|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মেলান্দহে ট্রেনের ধাক্কায় নিহত ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০১৯
রকিব হাসান জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে আন্ত:নগর তিস্তা ট্রেনের সাথে ভটভটির ধাক্কায় মান্দু শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের মেলান্দহের দুরমুঠ আউট সিগন্যালের পাশে মঙ্গলবার (১৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
রেলস্টেশনের আউট সিগন্যাল কাছে রেল লাইন অতিক্রমকালে ভটভটি আটকে পড়ে।এ সময় জামালপুরের দিক থেকে আসা আন্ত:নগর তিস্তা ট্রেনের ধাক্কায় ভটভটি ছিটকে পড়ে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। ভটভটিতে থাকা হেলপার মান্দু শেখ ঘটনাস্থলেই মারা যায়। নিহত মান্দু শেখ মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের মহেজ শেখের ছেলে।জামালপুর রেলওয়ে থানার ওসি তাপস কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত ভটভটি জব্দ করলেও ভটভটি চালক পালিয়ে যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.