|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বড়াইগ্রামে অজ্ঞান পার্টির কবলে পড়ে আ’লীগ নেতার মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসিনুর রহমান ছকির (৬৫) নামের এক প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বনপাড়াস্থ পাটোয়ারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার সকালে তিনি রাজশাহী থেকে ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে। অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন লুট করে তাকে পুঠিয়া এলাকায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত হাসিনুর ছকির উপজেলার চাঁন্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের মুত জরিপ সরকারের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
চান্দাই ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোববার সকালে জমিজমা সংক্রান্ত কিছু কাগজপত্র তুলতে তিনি রাজশাহী গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.