|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট পেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় বাড়তি করারোপ ছাড়াই ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। সোমবার পৌর মিলনায়তনে বাজেট সভায় মেয়র কেএম জাকির হোসেন ৫৩ লক্ষ ২০ হাজার ৮২৮ টাকা উদ্বৃত্ত রেখে সর্বমোট ৪৩ কোটি ১৯ লাখ ৪৪ হাজার ৮৪৩ টাকার বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে ৩ কোটি ৭২ লাখ ৭৭ হাজার ৫২১ টাকা ও উন্নয়ন খাতে ৩৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৩২২ টাকা আয় ধরা হয়েছে। এছাড়া রাজস্ব খাতে ৩ কোটি ২২ লাখ ৭০ হাজার ১৩৫ টাকা ও উন্নয়ন খাতে ৩৯ কোটি ৪৬ লাখ ৬৭ হাজার ৩২২ টাকা ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠানে পৌর সচিব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশিদ বক্তব্য রাখেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল কাউন্সিলর ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.