|| ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-দৈনিক বাংলার অধিকার:-
টাঙ্গাইলে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার (১৮ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল হাসান তালুকদারের সঞ্চালনায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভিডিও চিত্রের মাধ্যমে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. এস এম হাসান মাহমুদ, ডা. ফারজানা রহমান ও ডা. সুপ্তা চৌধুরী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.