|| ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
খুলনা জেলার দাকোপে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিত করন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০১৯
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকারঃ
খুলনা জেলার দাকোপে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউনাড এর উপজেলা অবহিতকরন ও পরিকল্পনা সভা আজ ১৮ জুন মঙ্গলবার সকাল ১১ টারদিকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেস্ক্রের আয়োজনে স্বাস্হ কমপ্লেস্ক্রের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।উপজেলাস্বাস্হ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোজাম্মেল হক নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তিতা করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান।বিশেষ অতিথির বক্তিতা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিপারায়,প্রধান শিক্ষক শফিউল আজম সেলিম,,দাকোপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল,দাকোপ থানা পুলিশের এএসআই মোঃমোঃ হাফিজুর,আরো উপস্হিত ছিলেন পরিসংখান মোঃএনায়েত আলী,স্বাস্হ পরিদর্শক অহিদুজ্জামান,রবিউল ইসলাম সহ স্বাস্হ্য কর্মি, জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি ও সুধীজন।ছয় হতে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তবে অসুস্থ শিশু ও বিগত চার মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
ভিটামিন এ অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূর্লের পাশাপাশি শিশুকে দীর্ঘ মেয়াদি ডায়রিয়া, রাতকানা, শিশুর মৃত্যুর ঝুঁকি ২৪ শতাংশ কমে যায়, হাম ও মারাত্বক অপুষ্টি হতে দূরে রেখে একই সাথে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.