|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০১৯
মোঃ মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
কচুয়ায় উপজেলা ৪নং পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বহু প্রতিক্ষার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ স্বাক্ষরিত এক পত্রে ৪টি ইউনিটের কমিটির অনুমোদন প্রদান করে। কমিটি অনুমোদন হওয়ার পর নব নির্বাচিত কমিটির নেতাকর্মীদের মাঝে আনন্দের উৎসব আমেজ বিরাজ করছে। সোমবার বিকালে ৪নং পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রলীগের নয়া কমিটির পক্ষ হতে সভাপতি মোজাম্মেল তালুকদার,সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ নেতাকর্মীরা কচুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম খলিল বাদল ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া এসময় বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.