|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী’র পুর্ণাঙ্গ কমিটি গঠন ও পরিচিতি সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০১৯
প্রেস বিজ্ঞপ্তি-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ ফেনী জেলা শাখার ৫৩ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ডিজিটাল সময়'র প্রধান সম্পাদক জসিম মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর। সোমবার বিকেলে বিএমএসএফ ফেনীর অস্থায়ী অনুষ্ঠিত পরিচিতি সভায় পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত ও নির্বাচন কমিশনার শাহ আলম ভুইয়া।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সাঈদ খান (সাপ্তাহিক উদয়) , সহ-সভাপতি আবু তাহের পন্ডিত (ফেনীর গৌরব) , নিজাম উদ্দিন (দৈনিক ইনকিলাব) , জিয়াউর রহমান হায়দার (সাপ্তাহিক ফেনীর ডাক) , সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ), যুগ্ন সম্পাদক কাফি দিদার (বিজয় টিভি) , সাদ্দাম হোসেন গণী (দৈনিক নয়া পয়গাম) ,এম এ হাসান (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ আহসান উল্লাহ(চ্যানেল এস), সহ কোষাধ্যক্ষ তোফায়েল আহমদ লিটন (সাপ্তাহিক নির্ভীক) , সাংগঠনিক সম্পাদক মো শহিদুল ইসলাম (দৈনিক সমসাময়িক) , জয়নুল আবেদীন রনি (দৈনিক ভোরের কাগজ) ,শহিদুল ইসলাম তোতা মিয়া (সাপ্তাহিক জনপ্রিয়) , দপ্তর সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী (দৈনিক ডেসটিনি) , সহ দপ্তর সম্পাদক সমীর উদ্দিন সাইফ (দৈনিক আমাদের ফেনী) , প্রচার সম্পাদক ফারুক সবুজ (দৈনিক এশিয়া বাণী) , সহ প্রচার সম্পাদক এমদাদ খান (ফেনীর ডাক), মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা সাম্য লিনা (মাসিক আঁচল), সাহিত্য সম্পাদক বকুল আক্তার দরিয়া (মাসিক পানসী) , সহ সাহিত্য সম্পাদক গাজী হানিফ (সাপ্তাহিক ফেনীর ডাক) , ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল (সাপ্তাহিক হকার্স) , তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ রাসেল (দৈনিক দেশের পত্র) , সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন (সাপ্তাহিক নির্ভীক) , ক্রীড়া সম্পাদক এস এইচ খোকন (দৈনিক গণকণ্ঠ) ,সমাজ কল্যাণ সম্পাদক জহিরুল হক খাঁন সজীব ( দৈনিক তৃতীয় মাত্রা) নির্বাচিত হয়েছেন । এছাড়া ১নং সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমসায়ীক সম্পাদক- রোখসানা সিদ্দিকী, কার্যনির্বাহি সদস্য হয়েছেন তমিজ উদ্দিন, জাফর সেলিম, এনামুল হক পাটোয়ারী, যতন মজুমদার কবি ইকবাল চৌধুরি , কাজী নোমান ও নান্টু লাল দাস । উল্লেখ্য, গত ১০ জুন বিএমএসএফ ফেনী জেলা ও ফেনীর সকল উপজেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সাধারন সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এড. প্রিয় রঞ্জন দত্ত, নির্বাচন কমিশনার ছিলেন, এড জাহাঙ্গীর আলম নান্টু ও কেএম রুবেল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.