শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবির বাগজানা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও এক মহা শিক্ষাবিদের ইন্তেকাল গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জাতিসংঘের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে জেনোসাইড ৭১ ফাউন্ডেশন গাজীপুরে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা প্রেসক্লাবের আজীবন সম্মাননায় ভূষিত হলেন গুণী সাংবাদিক কাজী শাহাদাত বাবুরহাট ও শাহতলীতে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ব্যাপক গণসংযোগ বকশীগঞ্জ সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি, ২২ জনের নামে থানায় অভিযোগ দায়ের! সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের শতাধিক এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন- ভুটানের রাজা খুলনাঢ জোড়া হত্যার মামলার প্রধান আসামীসহ ৩ জন কে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সুশৃংখলতার অনন্য উদাহরণ শাহরাস্তি প্রেসক্লাব সীতাকুণ্ডে লরির ধাক্কায় পথচারী নিহত পাঁচবিবির বাগজানায় কোরান তেলোয়াত প্রতিযোগিতার মধ্য দিয়ে ট্যালেন্ট অন্নেষন নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বকশীগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মোৎসব উপলক্ষে সনাতন ধর্ম সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

রায়পুরে শিক্ষকদের বেতনের টাকা আত্মসাত ও ভুয়া নিয়োগের অভিযোগে গ্রাউস ৪ কর্মকর্তা ৩ ঘণ্টা অবরুদ্ধ-দৈনিক বাংলার অধিকার

অধিকার ডেক্স / ২৪০ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯, ৪:২৯ অপরাহ্ণ

মো: আবদুল কাদের, দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা পরিচালক রাশেদ ভূঁইয়া ও সুপারভাইজার কামরুল ইসলাম ও মাসুদসহ চার কর্মকর্তাকে শিক্ষকদের মাসিক বেতনের টাকা আত্মসাত ও ভুয়া নিয়োগের অভিযোগে ৩ ঘণ্টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন প্রকল্পের শিক্ষকরা। মঙ্গলবার সাকল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পৌর শহরের ফিশ হ্যাচারি সংলগ্ন মোহাম্মদ আলী সড়কে অবস্থিত প্রকল্প কার্যালয়ে তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনে এসে তদন্তে পুরো টাকা দেওয়ার আশ্বাস দিলে তারা মুক্তি পান। প্রকল্প অফিস সূত্রে ও ভুক্তভোগীরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে উপজেলায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় প্রকল্পের আওতায় উপজেলায় ৩শ কেন্দ্রে একজন পুরুষ শিক্ষক ও এক মহিলা শিক্ষিকা বয়স্কদের স্বাক্ষরতা দানের জন্য ছয়শ’ শিক্ষক ও ১৫ জন সুপারভাইজার নিয়োগ দেয়। মেয়াদকাল প্রশিক্ষণ শুরু থেকে ছয় মাস। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাউস এ প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করছেন। ওই শিক্ষকরা প্রতি মাসে ২ হাজার ৪শ টাকা বেতন ও সুপারভাইজার ২ হাজার ৫শ’ টাকা বেতন পাবেন। পর্যায়ক্রমে ৬শ জন শিক্ষকের ছয় মাসের কার্যক্রম শেষ হয়। সোমবার বিকালে শিক্ষকদের বকেয়া ৪ মাসের বেতন দেওয়া শুরু করে। এসময় গ্রাউস কর্মকর্তা চার মাসের বেতন রেজিস্টারে স্বাক্ষর রেখে ২ মাসের বেতন প্রদান ও কিছু নিয়োগ প্রাপ্ত শিক্ষদের ভাতা অন্যদের স্বাক্ষর নিয়ে তুলে নেওয়া এবং ভুয়া কিছু নিয়োগ দেখিয়ে প্রকল্পের শিক্ষকদের বেতন আত্মসাত শুরু করে গ্রাউস কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা মৌলিক স্বাক্ষরতা উপজেলা প্রকল্প কার্যালয়ে পরিচালক রাশেদ ভূঁইয়া ও সুপারভাইজার কামরুল ইসলাম ও মাসুদসহ চার জনকে অবরুদ্ধ করে রাখেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে প্রাথমিক তদন্তে অভিযোগগুলো প্রমানিত হওয়ায় বেতন কার্যক্রম বন্ধ করে অফিস থেকে সকল নিয়োগ পত্র নিয়ে উপজেলা কার্যালয় নিয়ে বেতন প্রদানসহ সকল অপরাধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে দেন। রায়পুর মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা পরিচালক রাশেদ ভূঁইয়া বেতন দিতে অনিয়মের কথা স্বীকার করে বলেন, সুপারভাইজারা এসব অনিয়ম করেছে। তাদের কারণেই এ সমস্যা হয়েছে। বিষয়টি এখন উপজেলা নির্বাহী কর্তমর্তা নিজেই সমাধান দিচ্ছেন। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় বলেন, অনিয়ম বন্ধ করতে এখন আমার কার্যালয় থেকে নিয়োগ পত্র দেখে সকল শিক্ষকদের পুরো বেতন প্রদান করা হবে। এছাড়াও গ্রাউস কর্মকর্তাদের সকল অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!